কোটালিপাড়া’য় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবীরা।গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার তারাশি গ্রামের ৬৫ বছর বয়সী বিধবা কৃষক উনজিলা বেগম ও হতদরিদ্র কৃষক রিপন মোল্লা করোনা মহামারীতে নিজের জমির ধান কাটার জন্য দিনমজুর খুঁজে না পেয়ে অসহায় হয়ে পড়েন। বিষয়টি জ্ঞানের আলো পাঠাগার কতৃপক্ষের দৃষ্টিগোচরে আসার পরে তারা অনালাইনে মিটিং করে ১০ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবী টীম গঠন করে এবং স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আজ বুধবার দরিদ্র কৃষকদ্বয়ের জমির ধান কাটা কাজে তারা সকলে অংশগ্রহণ করে।
উল্লেখ্য জ্ঞানের আলো পাঠাগার একটি অলাভজনক সামাজিক সংগঠন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে সংগঠনটি সচেতনতা বৃদ্ধি করতে তৎপর রয়েছে।বিভিন্ন কার্যক্রমেরই অংশ হিসেবে তারা এই কৃষকদ্বয়ের জমির ধান কেটে দিয়েছেন।
কৃষকদ্বয়ের সাথে কথা বলে জানা গেছে দিনমজুরের অভাবে তাদের জমির ধান কাটা নিয়ে তারা খুবই হতাশাগ্রস্ত ছিলেন। এ অবস্থায় জ্ঞানের আলো পাঠাগারের স্বেচ্ছাসেবীরা ধান কেটে দেয়ায় তারা দুশ্চিন্তামুক্ত হয়েছেন।
এদিকে ধান কাটায় অংশ নেয়া স্বেচ্ছাসেবীদের সাথে কথা বললে তারা প্রতিবেদককে জানান জ্ঞানের আলো পাঠাগার একটা সামাজিক সংগঠন হিসেবে অনেক আগে থেকেই কাজ করছে।করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সময় থেকেই বিভিন্ন কাজে জড়িত।আজকের অসহায় কৃষকের ধান কাটাও তারই অংশ।
সেবামূলক এসব কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবেন বলে জানান তারা।
Leave a Reply