বান্দরবান জেলার রুমা উপজেলায় অসহায় মানুষদের মাঝে আজ ‘মানুষের জন্য আমরা‘ সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমনে আজ পুরো বিশ্ব স্তব্ধ। চলছে দেশে দেশে অঘোষিত লকডাউন, প্রায় দু’মাস ধরে দেশের মহামারী সংক্রমণ ঠেকাতে চলা লকডাউনের কারণে সৃষ্টি হয়ছে দুঃস্থ ও কর্মহীন মানুষের চরম আর্থিক দূরাবস্থা।
এর ধারাবাহিকতায় চলমান করোনা ভাইরাসে সংক্রমনে ক্রান্তিকালীন সহায়তা হিসেবে রুমা উপজেলায় অধিক সরকারী শিক্ষক মন্ডলী নিয়ে গঠিত ” মানুষের জন্য আমরা” সংগঠনের উদ্যোগে আজ দুঃস্থ ও কর্মহীন পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ত্রান সামগ্রীর মধ্যে ছিলোঃ ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ কেজি তৈল। এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে রুমা উপজেলা আশ্রম পাড়া বৌদ্ধ মন্দিরে নৈন্ডীযাহ ভান্তে নেতৃত্বে।আজ সকাল হতে সংগঠনের বিভিন্ন সদস্যরা গাড়ী যোগে গ্রামে গ্রামে গিয়ে কর্মহীন ও দুঃস্থ পরিবারদের মাঝে এসব ত্রান সামগ্রী পৌছায় দেন বলে জানা গেছে ।
কার্যক্রমে অংশ নেয়া সংগঠনের সদস্যরা জানান, মেন্ডীয়াহ ভান্তের নেতৃত্বে ওই সংগঠনের সদস্যরা এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অতি দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
উক্ত সংগঠনে অন্যতম সদস্য বিউল ত্রিপুরা ওরফে বিউল মাষ্টার জানান যে তাদের সংগঠনের পক্ষ থেকে ২ হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রীর বিতরনের সিদান্ত গৃহীত হয়েছে।বিভিন্ন কারনে ত্রান দেয়া বন্ধ থাকলে জরুরি প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় তা আবারও দেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply