মেরিন ড্রাইভে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মেম্বার পুত্র নিহত।কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছে।নিহত যুবক স্থানীয় সাবেক ইউপি মেম্বার পুত্র বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায় ১৬ই মে শনিবার রমজানের সেহেরির সময় ভোর ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে।
নিহত আরিফুল হত্যা মামলা সহ অর্ধডজনের বেশী মামলার পলাতক আসামী বলে পুলিশ জানিয়েছে।
এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বড়ুয়ার দাবি, বন্দুকযুদ্ধে তাদের ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন- এএসআই রামধন দাশ, সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশ। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আরিফুল ইসলাম দলবল নিয়ে মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকায় অবস্থানের গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় সন্ত্রাসীদের সাথে পুলিশেরও গুলি বিনিময় হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে আরিফের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরিফুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে ।
Leave a Reply