“ভালোবাসার প্রলাপ”
কেমন হয়! যদি সারারাত এমন বর্ষণ মুখর থাকে?
তুমি আর আমি বসে আছি নিঃসঙ্গ বর্ষার সাথে,
খানিক বাদে শীতল হয়ে যাচ্ছ তুমি,
তোমার ঐ থরো থরো কাঁপতে থাকা শরীরে উষ্ণতার হাত বুলিয়ে বলে ফেলি যদি —–
“আমি তোমাকে ভালোবাসি”
সন্ধ্যা প্রহরে না হয় একগুচ্ছ বেলিফুল গুঁজে দেবো তোমার বেণীতে,
হয়েই কি যাবে একটু বাড়াবাড়ি? তা হয় হোক,
“আমি যে তোমাকে ভালোবাসি”
রাত্রির দ্বিপ্রহরে যদি আরো একগুচ্ছ কদম হাতে দিয়ে বলি,
ইহাতে শুধু নিখাদ ভালোবাসা বৈ কি আর কিছু নাই।
মানবে তো আমায়? ভাঙবে তো তোমার ছলনার মান?
নাকি দ্বিগুন অভিমান নিয়ে দ্রুত পায়ে চলে যাওয়ার অভিসারে প্রেম লীলা ভঙ্গ করতে চাইবে তুমি?
শতবার চাইলেও তুমি হয়তো পারবে না গো।
ওগো বৃষ্টিস্নাত নারী ——-
“আমি যে বড্ড বেশি ভালোবাসি”
রাত্রির শেষ প্রহরে না হয়,
সারারাত ধরে ভিজতে থাকা, নুয়ে পড়া গোলাপ ফুল দিয়ে আবার তোমায় প্রেম জানাবো।
গোলাপের কাটাবিদ্ধ আমার হাত দেখে তুমি তটস্থ হয়ে উঠবে রক্তস্রোত থামাতে।
বাধা দিতে পারবো না গো আমি,
ঐ হাতের স্পর্শ পাওয়ার জন্যই তো এতো আয়োজন।
এবার বুঝবে তো অভিমানী?
তোমার জন্য আমার প্রেম ঠিক কতখানি !!
গোলাপের পাঁপড়ি দিয়ে সেদিন, আবার বাসর সাজাবো আমি।
তুমি লজ্জায় লাল হয়ে, এসে বসবে আমার পাশে,
সজোরে বুঁকে টেনে নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেম নিবেদন করবো তোমায়।
তুমি নিভৃতে সয়ে যাবে আমার প্রেম পাগলামি।
হটাৎ বিদায় নিবে রাত্রি —–
সকালের আনাগোনা,
পূর্ব দিগন্তে ঊষার আলো দিবে উঁকি,
তুমি চলে যেতে চাইলেই
আমি চিৎকার করে প্রলাপ করতে করতে বলবো
“আমি তোমাকেই ভালোবাসি”
আরো কিছুক্ষন থেকে যাও পাশে।
ওগো হৃদয় হরিণী,
এখনও আমার অনেক প্রেম আছে বাকি।।।
লেখকঃ হরিচাঁদ দাশ রাতুল
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
Leave a Reply