স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ নেতার অন্যরকম ঈদ শুভেচ্ছা।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আইসিবি শাখার সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা সুমন কান্তি বাড়ৈ নিজ জন্মস্থান বরিশালে মুসলিম ধর্মাবলম্বীদের সাথে অন্যরকম ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। তার পৈতৃক নিবাস বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের অসহায়-দুঃস্থ-সীমিত আয়ের মানুষদের ঈদ উপহার হিসেবে পোলাউ এর চাল,গুঁড়ো দুধ,সেমাই,চিনি,কিসমিস সহ প্রয়োজনীয় দ্রব্যাদি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্হা করেছেন।
এ বিষয়ে সাবেক ছাত্রনেতা ও ব্যাংকারদের সংগঠনের এই নেতা জানান কোভিড-১৯ এর সাথে ঘূর্ণিঝড় ‘আমফান’এর প্রভাবে তার এলাকায় বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।বিপর্যস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলে জানান তিনি।
এই উপহার সামগ্রী বিতরণ ও আয়োজনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রমেশ বিশ্বাস,সঞ্জয় বাড়ৈ, জয়ন্ত বাড়ৈ, সৌরভ বাড়ৈ, কমলেশ বৈষ্ণব প্রমুখদের প্রতি।
এসব ঈদ উপহার ও প্রয়োজনীয় দ্রব্যাদি পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন এলাকার অসহায় মানুষজন।
Leave a Reply