সদ্য প্রয়াত সাবেক ভূমি মন্ত্রী ও পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর সন্তান ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা গালিবুর রহমান শরীফ করোনা পরিস্থিতিতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
‘বাংলাদেশ সারাবেলা ‘ এর মাধ্যমে ঈশ্বরদী -আটঘরিয়া তথা পাবনা জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় তিনি এই আহ্বান করেন।বাংলাদেশ সারাবেলাকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বর্তমান করোনা মহামারী নিয়ে সকল কে সতর্ক করে সামাজিক দূরুত্ব বজায় রাখারও আহ্বান জানান।সচেতনতার সাথে সকলকে ঈদের আনন্দ সকলের সাথে উপভোগ করার অনুরোধ জানিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এই দূর্যোগ কাটিয়ে উঠবে বলে আশা ব্যাক্ত করেন এই আওয়ামীলীগ নেতা।
বাংলাদেশ সারাবেলাকে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন
“প্রিয় পাবনাবাসী, আপনারা জানেন, বিগত দোসরা এপ্রিল,এই অঞ্চলের অভিভাবক,পাবনা জেলা আওয়ামীলীগের আমৃত সভাপতি, আমার শ্রদ্ধেয় পিতা,বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক শামসুর রহমান শরীফ ডিলু সাহেব আমাদের রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা সন্তান হিসেবে বিভিন্ন জায়গায় গিয়েছি।দলীয় নেতাকর্মী সহ সবার সাথে যোগাযোগ করেছি।”
তিনি ভিডিও বার্তার মাধ্যমে আরো জানান যে করোনা পরিস্থিতির কারনে সদ্য প্রয়াত ভূমি মন্ত্রীর চেহলাম স্বাভাবিকভাবে করতে না পারলেও সাধারণ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এই অঞ্চলের মানুষের জন্য তার চিন্তা হয় জানিয়ে এই অঞ্চলের সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
এই সময় তিনি তার পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সবাইকে ঈদ উৎসব পালনের অনুরোধ জানিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
Leave a Reply