সরকারি সাধারণ ছুটি আর বাড়ানো না হলেও এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও দীর্ঘায়িত করা হতে পারে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে রাজশাহী বিভাগের সাথে ভিডিও কনফারেন্স চলাকালীন সময়ে সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। সেটাকেই যথাযথ দিকনির্দেশনা বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয়। তাই শিক্ষাদানের মাধ্যমকে অনলাইন ভিত্তিক আনা বা বিকল্প কোন ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ছুটি বাড়ানোর বিষয়ে কোন সিদ্ধান্ত তারা না নিলেও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় মাথায় রেখে এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন তারা।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন বাংলাদেশ সারাবেলাকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো অবস্থা এখনো তৈরি হয়নি।বরং আরো কতদিন ছুটি রাখা যেতে পারে,সে বিষয়ে আলোচনা হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আলোচনা করা হবে জানিয়েছেন তিনি। এছাড়া জুন মাসকে টার্নিং পয়েন্ট বলে মনে করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই শীর্ষ কর্মকর্তা।
Leave a Reply