পাবনা জেলার ঈশ্বরদীতে বজ্রপাতে নিহত মিজানের জানাজা বাদ জোহর সম্পন্ন হয়েছে।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সীমিত পরিসরে জানাজা সম্পন্ন করা হয়।উল্লেখ্য আজ বুধবার (২৭ মে) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগর (মধ্যপাড়া) মতি মালিথার বড় ছেলে মিজান (৪২) ভোর ৪টা ৩০ মিনিটে লিচু বাগানে বজ্রপাতে নিহত হন।তিনি জয়নগর মধ্যপাড়ায় পরিবার সহ বসবাস করতেন। ২৭ মে ২০২০ ভোরে হঠাৎ করে প্রবল বেগে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়।সে সময় তিনি জয়নগর তাদের লিচু বাগানে লিচু পাহারায় ছিলেন বলে স্থানীয়দের থেকে জানা যায়।ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা যাচাই করেন এবং করোনা পরিস্থিতি মাথায় রেখে লোক সমাগম থেকে বিরত রাখতে নির্দেশ দেন।আজ বাদ যোহর তার নামাজের জানাজা শেষে জয়নগর গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়।
Leave a Reply