পানছড়ি উপজেলায় পানিতে ডুবে উল্টাছড়ি গ্রামে উপজেলা যুবলীগ নেতার শিশুকন্যাসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ শনিবার (৬ জুন) বিকাল তিনটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, শনিবার বিকালে পানছড়ি উপজেলার উল্টাছড়ি গ্রামের সেলিম নামে এক ব্যাক্তির শিশু কন্যা তৃষা (৮) ও পানছড়ি উপজেলা যুবলীগের সভাপতি আল আমিনের শিশুকন্যা আফরোজা (৬) বাড়ির পাশে পুকুরে খেলার সময় ডুবে যায়। নিহত দুই শিশুর সাথে থাকা আরো শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
তারা দুজন সর্ম্পকে আপন মামাতো ফুফাতো বোন। তৃষা ও আফরোজা উল্টাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে ৩য় ও ২য় শ্রেণীর শিক্ষার্থী।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন ও ওসি (তদন্ত) কামরুজ্জামান এবং এস আই পার্থ রায় চৌধুরী ঘটনাস্থল পরিদশর্ন করেন।
Leave a Reply