মহামারী করোনার মাঝেও উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
আজ মঙ্গলবার (০৯ জুন ২০২০ইং)
ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৪টি বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন এই জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান।
যে চারটি উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন,তা হলো-
১) দাশুরিয়া ইউনিয়নের নওদা পাড়া গুচ্ছ গ্রামের রাস্তার উদ্বোধন।
২) সাহাপুর ইউনিয়নের চরসাহাপুর কেন্দ্রীয় গোরস্থানের রাস্তার সিসি ঢালাই।
৩) ছলিমপুর ইউনিয়নের চর মিরকামারী কেন্দ্রীয় মসজিদ ও এতিমখানার টয়লেট স্থাপন।
৪) চরমিরকামারী – বরইচারা রাস্তার সিলিংয়ের উদ্বোধন।
উদ্বোধনকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস বলেন ” মহামারী করোনা ভাইরাস সংক্রমণের মাঝেও নিজের জীবন বাজি রেখে জননেত্রী ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমি বদ্ধপরিকর ”
স্থানীয়রা এ বিষয়ে বলেন “এলাকার উন্নয়নের স্বার্থে তিনি সব সময় অবিচল ভূমিকা পালন করেন।
এইসব চলমান উন্নয়ন প্রকল্প সমূহ বাস্তবায়ন হলে ঈশ্বরদী উপজেলার গ্রামীন অবকাঠামোর চেহারা পাল্টে যাবে।”
এই মহামারীর মধ্যেও উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখায় উপজেলা চেয়ারম্যান এর প্রশংসা করেছেন উপজেলাবাসী।
Leave a Reply