মনুষ্যত্বের মহামারী
বাম হাতে খাতা,ডান হাতে কলম,
কবিতাই হোক আহত সমাজের একমাত্র মলম।
ছন্দে ছন্দে বেঁচে থাকুক মৃতপ্রায় চেতনা,
কবিতার ভাষায় ফুটে উঠুক বিবেকের দৈন্যতা।
অন্তরীক্ষের উর্ধ্বে ,ভূ-অতলে—
আজব কত খবর!
পথে পথে কত জীবন বরবাদ,
পড়ে কি কারো নজর?
দিবস আলোয় কত অনামিকের জীবন হলো ছিনতাই,
চাক্ষুস যারা,পালিয়েছে তারা—
বিচার কেমনে পাই!
রাতের আকাশে, খোলা বাজারে
কত চাঁদ নিলামে উঠে,
টাকায় কেনা সুখের শিকড় তারাই,তবুও—
কেবল ভৎসনা’ই জোটে!
ক্ষমতার বুকে মাথা রেখে আলোতে আঁধারের সমাবেশ
রাত জাগিয়া চাঁদের দালালি, আর—
দিনে সাধু-মোল্লার বেশ!
মগজে টাকা পকেটে বুদ্ধি
বিবেক বেঁচে জীবন-সুখের সমৃদ্ধি।
যত দূর দেখা যায় মনুষ্যত্বহীনতার মহামারী—
আমাদের কে বাঁচায়?
কেন আমরা অন্যকে মারি!
সোনালী অতীত-উদ্ভাসিত বর্তমান-ভবিষ্যত ভাবনার
একবার চোখ মেলে দেখো—
অতীত-বর্তমানের আড়ালে কত হাহাকার!
লেখঃ সাগর শিকদার , তরুণ কবি
Leave a Reply