আজ (১১ জুন) বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তির দিবস। দীর্ঘ প্রায় ১১ মাস সংসদ ভবনের চত্ত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দী থাকার পর ২০০৮ সালের এই দিনে মুক্তি পান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওইসময় সেনা সমর্থিত ড. ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে পরিচালিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলার শিকার হন শেখ হাসিনা। ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার হন তিনি। কারাগারে থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা ও মুক্তির জন্য আওয়ামীলীগ ও তার অন্যান্য সহযোগী সংগঠনের জোরালো দাবি, আন্দোলন ও আন্তর্জাতিক চাপে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
কারামুক্তির পর সে বছরই জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ জয় লাভ করে।তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সরকার গঠন করেন। বর্তমানে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তিনি ও তার দল আওয়ামীলীগ বাংলাদেশের সরকার গঠন করে দেশ পরিচালনা করছে।
এ বছর মহামারী করোনাভাইরাস পরিস্থিতির জন্য শেখ হাসিনার কারামুক্তি দিবসে বাংলাদেশ আওয়ামীলীগের কোন কর্মসূচি থাকছে না বলে জানিয়েছে দলটির পক্ষ থেকে।তবে স্বাস্থ্যবিধি মেনে তাদের সভাপতি ও দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের সর্বস্তরের জনগণকে পরম করুণাময়ের নিকট প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছে দলটির পক্ষ থেকে। সেই সাথে দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে সাহায্য, সহোযোগিতার কথাও জানায় দলটি।
Leave a Reply