কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীদের সমর্থন দিয়েছেন প্রাক্তন চার মার্কিন প্রেসিডেন্ট,বাদ যায় নি ট্রাম্প পরিবারও।
জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ চলছে গোটা আমেরিকা জুড়ে।এরই মধ্যে প্রতিবাদীদের ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানিয়ে এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন ৪ (চার) প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট -বারাক ওবামা,জিমি কার্টার, বিল ক্লিন্টন এবং জর্জ ডাব্লিউ বুশ।এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তারা।পাশাপাশি এমন মৃত্যু কারো কাম্য নয় বলেও জানিয়েছেন।সাদা চামড়ার বলেই এমন হত্যাকান্ড বার বার সংঘটিত হয় এমনটাই দাবি করেছেন তারা।তাছাড়া আন্দোলনকারী দের উপর পুলিশি অত্যাচারেরও নিন্দা জানিয়েছেন প্রাক্তন এই চার প্রভাবশালী প্রেসিডেন্ট। সাদা কালোর এই বৈষম্যের দিন শেষ হওয়ার সময় এসেছে বলে আন্দোলন কারীদের মনোবল বাড়িয়েছেন তারা।
শুধু প্রাক্তন প্রেসিডেন্টগনই নন,এই হত্যার প্রতিবাদ করেছেন ট্রাম্প কন্যা টিফানি ট্রাম্পও।এমনকি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় স্ত্রীও সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো স্ক্রিনের ছবি পোস্ট করে এই আন্দোলন কে সমর্থন জানিয়েছেন।এদিকে আন্দোলনে বেসামাল ট্রাম্প প্রশাসন কিছুটা হলেও ভড়কে গিয়েছে বলেই মনে হচ্ছে। স্বয়ং নিজ পরিবারের সমালোচনা ও সাবেক চার প্রভাবশালী প্রেসিডেন্টদের আন্দোলনে সমর্থন দেয়ায় ট্রাম্পের আন্দোলন দমনে কঠোরতার সিদ্ধান্ত থাকবে কিনা সামনের দিনগুলোতে,তার জন্য অপেক্ষা করতেই হবে বিশ্ববাসীকে।
Leave a Reply