“আমাদের কুহিন”
বাবা-মায়ের সেই ছোট সন্তান
আমাদের সেই কুহিন।
ভাই-বোনের ভালবাসায় উদ্ভাসিত
আমাদের সেই কুহিন।
প্রাণবন্ত ও বিশাল মনের অধিকারী
আমাদের সেই কুহিন।
শৈশবের বন্ধুদের মাঝে আলোকিত
আমাদের সেই কুহিন।
আকাশে উজ্জ্বল নক্ষত্রে দীপ্তমান
আমাদের সেই কুহিন।
দুঃসাহসীক ও দুরন্তপনায় বেড়ে ওঠা
আমাদের সেই কুহিন।
শিল্প-সংস্কৃতি ও নাটকে বেড়ে ওঠা
আমাদের সেই কুহিন।
কর্মঠ, পরিশ্রমীক ও তীক্ষ্ণ মেধাসম্পন্ন
আমাদের সেই কুহিন।
ভালোবাসার মাঝে হারিয়ে যাওয়া
আমাদের সেই কুহিন।
পঞ্চাশ বছরের অটুট বন্ধুত্বে
আমাদের সেই কুহিন।
আজও আগের মতই সদা হাস্যজ্জল
আমাদের সেই কুহিন।
আমাদের সেই কুহিন।
পাকশীর সেই কুহিন।
(উৎসর্গ- পাকশী রেলওয়ে কলোনিতে বেড়ে ওঠা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমাদের বন্ধু কাজী হিয়াজুল হক কুহিন।)
লেখাঃ আকরাম আলি খান সঞ্জু, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও লেখক।
Leave a Reply