দেশীয় অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি নায়কের সাথে কাজ করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।এরপরেই আছেন মাহিয়া মাহি। শাবনূরের পর সবচেয়ে বেশি নায়কের সাথে জুটিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের আলোচিত ও সফল অভিনেত্রী মাহিয়া মাহি।এমনকি বাংলাদেশি কোন নায়িকা হিসাবে সবচেয়ে বেশি বিদেশি নায়কের বিপরীতে অভিনয় করার রেকর্ডও মাহিরর।দেশের গন্ডী পেড়িয়ে পাশ্ববর্তী ভারতেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।মাহির মুক্তিপ্রাপ্ত ২৫টি সিনেমায় কাজ করেছেন ১৮ জন নায়কের বিপরীতে। নায়ক নির্ভর ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে জনপ্রিয় নায়কদের বিপরীতে নায়িকারা অভিনয় করতে চান।কিন্তু নিজ অভিনয় দক্ষতায় এতোজন নায়কের সাথে সিনেমা করে গড়েছেন রেকর্ড। তার সর্বোচ্চ ৯টি সিনেমা চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে।
এছাড়া তিনটি সিনেমার নায়ক আরেফিন শুভ, দুটি করে সিনেমার নায়ক শিপন মিত্র, ওম সাহানি এবং সায়মন সাদিক। শাকিব খান, আসিফ ইমরোজ, শাহরিয়াজ, সোহম চক্রবতি, অঙ্কুশ হাজরা, রিয়াজ, ফেরদৌস, রুকন, মিলন, রুশো, বনি সেনগুপ্ত, ডি এ তায়েবের বিপরীতে করেছেন অভিনয়। শিবলী নোমানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছেন,যা এখনো মুক্তি পাই নি। এছাড়াও নায়ক সজলের বিপরীতে ‘হারজিৎ’ এবং আসিফ নুরের বিপরীতে ‘গোলাপতলির কাজল’ সিনেমার শুটিং শুরু হলেও সিনেমা দুটির কাজ বর্তমানে স্থগিত আছে।
বর্তমানে বাংলাদেশী সিনেমায় অভিনয়দক্ষতা, সাবলীল ভাষ্যচয়ন,লাস্যময়ী হাসিতে মাতিয়ে রেখেছেন তার ভক্তদের। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই অভিনেত্রীর আরো কাজ দেখার জন্য অধির অপেক্ষায় মাহিয়া মাহির ভক্তরা।
Leave a Reply