ঈদ উপলক্ষে স্বনামধন্য নাজবেল গ্রুপের একটি কনসার্ন, এগ্রোকৃষি এবার ঈদুল আজহায় অনলাইনে গরু বিক্রি করার উদ্যোগ নিয়েছে।
এগ্রোকৃষি মূলত প্রান্তিক কৃষকদের নিয়ে কাজ করে গ্রাহকদের অর্গানিক খাদ্য পৌছে দেয়। সকল অর্গানিক ফুড হোম ডেলিভারি করে।তাছাড়া তারা প্রান্তিক কৃষকদের বিভিন্ন কৃষিজ সহয়তা দিয়ে থাকে।আমের মৌসুমে ক্রেতাদের আম সরবরাহ করে।
এগ্রোকৃষি থেকে আম কিনে কাজী মোঃ মুরসালিন বলেন,এগ্রোকৃষি থেকে আমি ৪০ কেজি হিমসাগর আম অর্ডার করেছি। আমগুলাে আকারে বেশ বড় ছিল। আমগুলাে খেতে সুস্বাদু, মজাদার এবং কোভিড -১৯ প্রতিরােধী এন্টিবডি তৈরিতে সহাযক। যত্নকরে প্লাস্টিকের কার্টুনে প্যাকেটিং করা হযেছে বলে আমগুলাে অক্ষত ছিল।দেখেই বােঝা যাচ্ছিল পরম মমতায় আমগুলাে সংগ্রহ করা হয়েছে।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক তাহিয়া রাব্বি বলেন,অর্ডার প্লেস করা থেকে শুরু করে অর্ডার ট্রাকিং, প্রােডাক্ট ডেলিভারি, প্যাকেজিং, প্রােডাক্টের কোয়ালিটি,কোয়ান্টিটি, রিপ্রেজেনটেটিভ দের ব্যবহার সর্বোপরি এগ্রোকৃষি’রর প্রত্যেকটি সেবা
সত্যিই অসাধারণ। গ্রাহক হিসাবে আমি এই সেবায়
শতভাগ সন্তুষ্ট।
করোনা পরিস্থিতির জন্য কোরবানীর গরু যেন ঘরে বসেই কেনা যায় বিক্রেতা থেকে গ্রাহকের যোগসুত্র স্থাপন করবে এগ্রোকৃষি।
এই বিষয়ে এগ্রোকৃষি কর্তৃপক্ষ জানান যে শীঘ্রই তাদের ওয়েবসাইটে গরুর বিবরন সহ যাবতীয় তথ্য থাকবে। যেখান থেকে গ্রাহক গরু পছন্দ করে দেখে কোরবানীর গরু কিনতে পারবে।
Leave a Reply