হায়া সোফিয়া ইস্যুতে তুরস্কের দিকে সমালোচনার তীর ছুড়ছে অর্থোডক্স খ্রিষ্টানরা!
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত হায়া সোফিয়া মনুমেন্ট কে জাদুঘর থেকে মসজিদে রূপান্তররে সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেছে রাশিয়ান অর্থোডক্স চার্চ। ইউনেস্কো স্বীকৃত তুরস্কের এই বিশ্ব ঐতিহ্য কে মসজিদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রস্তাবের প্রেক্ষিতে এই সমালোচনা করে অর্থোডক্স খ্রিষ্টানরা। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান ইস্তাম্বুলের একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন তাদের সার্বভৌম রাষ্ট্রে তারা মুসলিমদের পাশাপাশি তুরস্কে বসবাসরত সকল সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করে। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন তুরস্কে ইহুদী ও খ্রিস্টানদের উপাসনার জন্য মোট ৪৩৫ টি উপাসনালয় রয়েছে। এবং বিদেশী সমালোচনা কে তিনি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে দাবী করেন। ষষ্ঠ শতাব্দীর এর স্থাপনাটি বাইজান্টাইন খ্রিষ্টান এবং অটোম্যান মুসলিম সম্রাজ্যের কেন্দ্র ছিল এবং বর্তমানে এটি তুরস্কের সব চেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট গুলোর একটি। মস্কো প্যাত্রিয়ারসেট ডিপার্টমেন্ট ফর এক্সটারনাল চার্চ রিলেশন এর সভাপতি মেট্রপলিটান হিলারিওন বলেন আমরা নতুন করে মধ্যযুগে ফিরে যেতে পারি না। আমাদের সবার উচিত সকল বিশ্বাসীদের অনুভূতি কে শ্রদ্ধা করা। আমরা মনে করি বর্তমান পরিস্থিতিতে এমন কাজ ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। হায়া সোফিয়ার এমন পরিবর্তনের পেছনে তুরস্কের মতলব আমাদের কাছে পরিষ্কার না বলেও মন্তব্য করেন মেট্রপলিটান হিলারিওন। মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও, গ্রীক সরকার সহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক নেতারাও এমন প্রস্তাবের সমালোচনা করেন। কিন্তু এরদোগান বরাবরের মতো সমালোচনার জবাবে তাদের দেশের সার্বভৌমত্বকে সবার সমালোচনার ঊর্ধ্বে বলে দাবী করেন। মিউজিয়াম কে মসজিদে রূপান্তরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এনজিও ফর প্রিজারভিং হিস্টোরিক মনুমেন্টের করা মামলার রায় এই মাসের শেষের দিকে আসার কথা রয়েছে। হায়া সোফিয়া ৯১৬ বছর চার্চ হিসেবে ব্যবহৃত হয় এবং ১৪৫৩ সালে অটোম্যান সুলতান মেহমেত ২য় কর্তৃক ইস্তাম্বুল বিজয়ের পর মসজিদে রূপান্তর করা হয়।
Leave a Reply