কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় হাবিপ্রবি ছাত্রলীগের কর্মী সাগর আহম্মেদ নিজ এলাকাত বৃক্ষরোপণ করেছেন।
“মুজিব বর্ষের আহ্বান ,৩টি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাবিপ্রবি ছাত্রলীগ কর্মী সাগর আহম্মেদ নিজ উদ্যোগে নিজ এলাকা পাবনায় বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছেন।
আজ পাবনার সাঁথিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনসহ সড়কের পাশে শতাধিক ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করেন।
এ বিষয়ে সাগর আহম্মেদ বলেন,” মুজিব বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রলীগের কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। জীবনধারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হল অক্সিজেন, যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। তাই জীবনের জন্য ও পরিবেশের জন্য উদ্ভিদকুলকে বাঁচিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। হাবিপ্রবি ছাত্রলীগ সহ দেশের সকল ইউনিট ছাত্রলীগের কর্মীদের প্রতি অনুরোধ যে যেখানে আছেন প্রত্যেকে নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করুন। ”
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম, ইনামুল,আসিফ,রানা,নাজমুল সহ অনেকে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন হাবিপ্রবি ছাত্রলীগের এই কর্মী।
Leave a Reply