সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচি -২০২০ বাস্তবায়ন করেন- পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ। উক্ত কর্মসূচি উদ্বোধন করেন ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এইচ.এম রেজাউল করিম খোকন, এসময় উপস্থিত ছিলেন ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো রুস্তুম আলী হাওলাদার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মোঃ রাসেল হোসেন মাঝি ও ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ধর্মীয় প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হয়।হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়, ৮নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতকা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা, আসিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয়, উত্তর হোগলা জামে মসজিদ,হোগলা ফোরকানিয়া মাদরাসা, হোগলা বাজার জামে মসজিদ, হোগলা একতা যুব সংঘ,বেতকা কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় এসব বৃক্ষ রোপন করা হয়। ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন বলেন “আমাদের এ অভিযান অব্যহত থাকবে।”
Leave a Reply