ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দীনের সাথে সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নবাগত ওসির সাথে সাংবাদিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দিনের সাথে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন সাংবাদিকেরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দীনের সাথে ঈশ্বরদীর কয়েকটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় হয়েছে।ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাব, ঈশ্বরদী ফটোসাংবাদিক এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(জেএসকেএফ) পাবনা জেলা শাখা, জাতীয় সাংবাদিক সংস্থা, ঈশ্বরদী সাংগঠনিক জেলা ইউনিটের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী থানায় এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাকশী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আফম রাজিবুল আলম ইভান, ঈশ্বরদী ফটো সাংবাদিক এসোসিয়শনের সভাপতি শেখ ওয়াহেদ আলী সিন্টু, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন,সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, জাতীয় সাংবাদিক সংস্থা, ঈশ্বরদী সাংগঠনিক জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ,বাংলাদেশ সারাবেলা এর সম্পাদক ও প্রকাশক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ,
দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরদী প্রতিনিধি ও গ্রীন নিউজের সম্পাদক শহিদুল্লাহ খাঁন, দৈনিক বাংলাদেশ সমাচারের ঈশ্বরদী প্রতিনিধি তুহিন হোসেন, দৈনিক ভোরের সংবাদ সম্পাদক ইয়াছিন শেখ, দিগন্ত ওয়ার্ল্ডের সম্পাদক তাসনীম আল পারভেজ, দৈনিক উন্নয়নের কথার স্টাফ রিপোর্টার মিথুন মোল্লা, দৈনিক চেকপোষ্টের ঈশ্বরদী প্রতিনিধি শিশির মাহমুদ, দৈনিক সবুজ নিশানের ঈশ্বরদী প্রতিনিধি সাব্বির আহমেদ, আইএ নিউজের স্টাফ রিপোর্টার মেরিদুল ইসলাম, দিগন্ত ওয়ার্ল্ডের নির্বাহী সম্পাদক নাঈম হোসেন, দৈনিক আলোকিত সকালের ঈশ্বরদী প্রতিনিধি হাসান ইসলাম, মেগানিউজের স্টাফ রিপোর্টার মুশফিুকুর রহমান মিশন প্রমূখ।
এ সময় ঈশ্বরদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দীন মাদক মুক্ত ঈশ্বরদী গড়তে ও ঈশ্বরদীর শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply