সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ,ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ইউনিট।
বাংলাদেশ আওয়ামীলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন গতকাল বৃহষ্পতিবার (৯ জুলাই) থাইল্যান্ডের একটি হাসপাতালে স্থানীয় সময় ১২.২৬ মিনিটে ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ,আইসিবি ইউনিট।
এক শোক বার্তায় সংগঠনটির সভাপতি সুমন কান্তি বাড়ৈ ও সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ,আইসিবি ইউনিট শোকাহত জানিয়ে এক শোকবার্তায় আওয়ামীলীগের পরীক্ষিত ও বিশ্বস্ত যোদ্ধা সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply