পিরোজপুরের কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
পিরোজপুর জেলার কাউখালি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ইং উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ‘‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’’ এই প্রতিপাদ্য নিয়ে ১১/০৭/২০২০ ইং তারিখ শনিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা এর সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনাকর্মীরা জনগনকে বিভিন্ন সেবা নিশ্চিত করনে প্রথমস্থান অর্জন করেন ।
Leave a Reply