পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করোনায় আক্রান্ত হয়েছেন। চবি ভিসি সহ পরিবারের মোট ৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে।ফলে বিশ্ববিদ্যালয়ে চলমান লকডাউন আরো বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের পরিবারের ৫ সদস্যের পাশাপাশি উপাচার্যের বাংলোর দুই কর্মচারীও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।
শনিবার (১১ জুলাই) সকালে তাদের নমুনা দেওয়া হয়।এরপর একইদিনের সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান।
এ বিষয়ে বাংলাদেশ সারাবেলাকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারসহ তাঁর পরিবারের ৫ সদস্য ও ভিসি বাংলোর ২ কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।বর্তমানে উপাচার্যসহ করোনায় আক্রান্ত সকলেই ক্যাম্পাসের বাসভবনের নিয়মনুযায়ী আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন তারা”
বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শিরীণ আখতারের পিএস মোহাম্মদ জাহাঙ্গীরও করোনায় আক্রান্ত হন বলে জানা গিয়েছে।
চবি ক্যাম্পাস এলাকায় বর্তমানে মোট ২৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছেন । এর মধ্যে ৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন ঘোষণা করে যা আগামী ১৭ই জুলাই অব্দি বলবৎ থাকার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে এই লকডাউন আরও ৭ দিন বাড়ানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হলেও চট্টগ্রাম শহরের চারুকলা ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে জরুরি প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply