আজ থেকে চালু হচ্ছে পিরোজপুরের কাউখালী-সোনাকুর দ্বীপবাসীর বহু স্বপ্নের সারথি- ফেরি।
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার নদীবেষ্টিত ২টি ইউনিয়ন ১ নং সয়না রঘুনাথপুর,২ নং আমরাজুরি ইউনিয়ন। প্রায় ৫০০০০ লোক বাস করে এই দুই ইউনিয়নে। জনগণের দীর্ঘ দিনের আশা-ভরসা -ফেরি চলাচল সফল হচ্ছে আজ।এত দিন দুই ইউনিয়ন এর জনগণ এতদিন নৌকা-ট্রলারে করে পারাপার করতে হতো। অনেক কষ্ট সহ্য করতে হতো, গুনতে হতো অনাকাঙ্ক্ষিত টাকা। আজ আর এসব ভোগ পোহাতে হবে না দ্বীপ বাসীদের। তারা খুশিতে মেতে উঠেছে, ধন্যবাদ জানিয়েছেন এ জনপদের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি কে। ফেরি উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর (০২)আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
এছাড়া উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান এলিজা সাঈদ মনু, ২ নং আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চান, ৪ নং ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন,৫ নং ইউপি চেয়ারম্যান তালুকদার দেলোয়ার হোসেন সহ আরো রাজনৈতিক দলের নেতারা।
Leave a Reply