সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দেশবাসীর জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা ও আক্রান্তদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রুস্তম আলী হাং ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম খোকন। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে হোসেন রাব্বি সহ ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণীর জনগণ।
শুভ কামনা
আমিন