যান্ত্রিকতা
এই ‘শহর’ যান্ত্রিক—
মানুষগুলো ভবের তান্ত্রিক।
সাধক-তুখোর সাধনা;তবুও
দিবস অন্তে চক্ষু মিলে না।
আহারে সাধক!আহারে সাধনা!
‘নজর’—যন্ত্র–খুব তীক্ষ্ণ,
সীমানার ওপারেও যায়-মাপা যায়।
‘প্রথম দর্শনেই ধর্ষণ’-জোরপূর্বক নয়,
চলতে পথে সর্বদাই হয়।
আহারে সাধক!আহারে সাধনা!
‘মানবী’—সাম্য চায়,
সাম্যের খোঁজে শ্রেষ্ঠত্ব হারায়।
তীক্ষ্ণ যন্ত্রের লালসা পায়,
কেউ নাক ছিটকায়,কেউ চন্দ্রিমা হয়।
আহারে সাধক!আহারে সাধনা!
‘চরিত্র’—কেউ বেঁচে,কেউ কেনে!
কেউ মায়ায় দেয়-কেউ উদরের আগুনে।
কারো প্রেয়সী—ক্ষণিকের রূপসী,
দুজনেই ভন্ড,সাধু-যে পয়সা গুণে।
আহারে সাধক!আহারে সাধনা!
যান্ত্রিক শহর–যান্ত্রিক গতি—
একই গোত্রের হরেক জাতি!
লেখকঃ সাগর শিকদার, উদীয়মান তরুণ কবি ও লেখক।
Leave a Reply