আফগান বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিক সহ ৪৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে বিমান হামলায় অন্তত ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খান যিয়ারাত এলাকায় পরিচালিত হামলায় নিহতের সংখ্যা ৪৫ জন। তবে নিহত অন্য ৩৭ জনের মধ্যে কত জন তালেবান সদস্য আর কত জন বেসামরিক নাগরিক সে বিষয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
হেরাত গভর্নরের মুখপাত্র জায়লানি ফারহাদ স্থানীয় এক নিউজ এজেন্সি’ কে বলেন বিমান হামলার লক্ষ্য ছিল অন্তত ৬ তালেবান কম্যান্ডার। তিনি আরও জানান মূলত ঘটনাস্থলের নিকটে ল্যান্ড মাইন বিস্ফোরণের কারণেই বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি হয়।
তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি জানান হেরাতে দুটি বিমান হামলায় ৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ১২ জন আহত হয়েছে। আহমাদি আরও বলেন এমন অযাচিত হামলা সম্প্রতি ছাড় পাওয়া তালেবান বন্দীদের পুনরায় অস্ত্র হাতে নিতে বাধ্য করবে।
আফগান নিরাপত্তা বাহিনী পরিচালিত বিমান হামলায় বেসামরিক নাগরিক সহ অন্তত ৪৫ জন নিহত হওয়ার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত নিন্দা প্রকাশ করে সব পক্ষের মধ্যে শান্তি আলোচনার কথা বলেন।
ঘটনাস্থলের বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনার প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায় শিশু সহ অনেক বেসামরিক নাগরিক এই আক্রমণের কারণে হতাহত হয়।
প্রতিরক্ষা মন্ত্রী আসাদুল্লাহ খালিদ এক বিবৃতিতে বলেন হামলায় তালেবান সেনা নিহত হয়েছে।তার মন্ত্রানলয় বিবৃতি জারি করেছে যে বেসামরিক নাগরিক দের ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রাপ্ত তথ্য সাধারণ জনগণকে জানানো হবে। বিবৃতিতে আরও বলা হয় দ্যা ন্যাশনাল ডিফেন্স এন্ড সিকিউরিটি ফোর্সের দায়িত্ব হচ্ছে জনগনের সম্পদ ও জীবনের নিরাপত্তা দেওয়া। সুতরাং তারা সকল সুযোগ সুবিধা ব্যবহার করবে এবং দায়িত্ব পালনে কোন চেষ্টাই বাকি রাখবে না।
Leave a Reply