আগামীকাল ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার দেব।
অসাম্প্রদায়িক চেতনার বহুমাত্রিক প্রতিভার অধিকারী, ক্রীড়া সংগঠক ও পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার দেব সর্বমহলে ব্যাপক জনপ্রিয়। ধর্ম-দল-মত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
ঈদের শুভেচ্ছা জানিয়ে বাবু বিজয় কুমার দেব বলেন “পানছড়ি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। এবার কোরবানির ঈদের আনন্দ হোক স্বাস্থ্যবিধি মেনে। ”
এ সময় তিনি বাংলাদেশ সারাবেলা এর মাধ্যমে করোনা মোকাবেলায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পানছড়িবাসীকে অনুরোধ করেন।
তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।
Leave a Reply