ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ বাড়াতে এবার ঈদেও শ্রোতাদের হৃদয় জয় করতে,ঈদ আনন্দে মাতাতে আবারও গান নিয়েল আসছেন ড. মাহফুজুর রহমান। বেশ কিছু বছর ধরেই শ্রোতাদের গান শোনাচ্ছেন ড. মাহফুজুর রহমান।প্রতি ঈদেই আনছেন গানের পসরা নিয়ে। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের কর্ণধার ড. মাহফুজুর রহমান ২০১৬ সালের কোরবানি ঈদ থেকে করছেন গানের অনুষ্ঠান।ব্যাতিক্রম হয়নি এবার ঈদেও।তাই ঈদের দ্বিতীয় দিন আজ রবিবার রাত সাড়ে দশটায় একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হবেন ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলা থেকে জানা গিয়েছে জীবন যাপন ও করোনা সহ বিভিন্ন বিষয় নিয়ে গান গেয়েছেন তিনি।করোনার জন্য স্টুডিওতে গান গেলেও ভিজুয়াল টেকনলোজি ব্যবহার করে গানের ভিডিওতে যোগ করা হয়েছে আকর্ষণীয় কিছু দৃশ্য।
এটিএন বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে শ্রোতাদের ঈদ আনন্দে ভাসাতে এবারও মৌলিক গানের পসরা নিয়ে আসবেন ড. মাহফুজুর রহমান।
Leave a Reply