বিদায়ী চিঠি
নিদ্রাহীন কত রজনী নিলামে তুলে
এক টুকরো নিদ্রা কিনেছি!
মগজে অমিত উচ্ছাস—
আঁখির কৃষ্ণশাপ মুক্ত হবে।
সুদীর্ঘ বাসনা—স্বপ্নচারিণীর আনাগোনা!
ছেড়ে আসা বর্তমানের মতোই—
অস্পষ্ট,অমূলক শান্ত্বনা!
উদগত উষায় নেত্র বিদীর্ণ নিদ্রা ঘোর,
অভ্যাগত এক হাঁকছে আমার নামে—
কি জানি কি খবর!
বিষ্ময় পায়ে দ্বার মেলতেই হাতে এক পত্র ধরি’ ক্ষণপ্রভার ন্যায় মিলিয়ে গেলো!
ধূসর খামে প্রেরকের নাম–ঠিকানাহীন সংক্ষিপ্ত চিঠি—
“ভালোবাসা নিতে বলবো না— অন্তর চূর্ণ পোড়া কাঁচের আঁচে ক্ষত বিক্ষত—আফসোস। সুযোগ পেলে খবর নিও। শেষবার কাঁধে তুলে পৌঁছে দিও। খুব করে মনে ধরলে আকাশে দেখো”—
মিহির পাবকে পুড়ে খাঁ খাঁ ছায়ালোক,
অনিলে বইছে অপ্রাপ্তির ক্ষোভ—
মেঘবতীর আজ সুপ্তি কাটেনি
রিক্তে শারি’ দুঃখ শ্লোক।
লেখকঃ সাগর শিকদার, তরুণ কবি।
Leave a Reply