গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর লাইব্রেরি ‘একুশে ফেব্রুয়ারি লাইব্রেরি’ থেকে ৯১ টি কম্পিউটার চুরি হয়েছে বলে জানা গিয়েছে। আজ ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ শুরু হওয়ায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূর উদ্দীন আহমেদ এ বিষয়ে বাংলাদেশ সারাবেলা এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে বলেন, “লাইব্রেরীর কর্মকর্তা-কর্মচারীদের তথ্য মতে কেন্দ্রীয় লাইব্রেরী থেকে ৯১টি কম্পিউটার চুরি হয়েছে। আপাতত লাইব্রেরী থেকে আর অন্য কিছু চুরি হয়েছে বলে জানা যায়নি।”
উল্লেখ্য করোনা পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বন্ধ ছিলো বশেমুরবিপ্রবি।ছুটির এই সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন মেসে একাধিক চুরির ঘটনা ঘটে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা মেসের নিরাপত্তা চেয়ে সরব হলেও কোন প্রতিকারের উপায় বের করা সম্ভব হয়নি।
Leave a Reply