পাবনা-৪ উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা এডভোকেট রবিউল আলম বুদু।
আজ দুপুরে ধানমন্ডি-৩২ এ অবস্থিত আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয় থেকে সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবীনেতা এডভোকেট রবিউল আলম বুদুর পক্ষে পাবনা-৪ উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা।মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন-
ব্যারিস্টার কিবরিয়া শিমুল, এডভোকেট আব্দুস সালাম রাজন,এডভোকেট মাসুদ রানা,এডভোকেট মামুন সারোয়ার,সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান পিন্টু,ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু প্রমুখ।
মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যাক্ত করে রবিউল আলম বুদুর সমর্থক ও সাবেক ছাত্রনেতা মিতুল মাহমুদ বলেন “রবিউল আলম বুদু একজন প্রকৃত শেখ হাসিনার ভ্যানগার্ড।উনার পরিবার আওয়ামীলীগের রাজনীতি করে। উনি মনোনয়ন পেলে মাদক ও দলীয় গ্রুপিং এর রাজনীতি থেকে আমরা মুক্ত হতে পারবো।আমরা তার মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী ”
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুর বলেন”এই শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ভিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা ঈশ্বরদী আটঘরিয়া বাসী বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী, সাবেক ছাত্রনেতা এডভোকেট রবিউল আলম বুদু সরদারের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় এবারও আসন্ন পাবনা-৪ উপনির্বাচনে আমাদের প্রিয় নেতা এডভোকেট রবিউল আলম বুদু সরদার একজন মনোনয়ন প্রত্যাশী।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বরে বেড়ে ওঠা এডভোকেট রবিউল আলম বুদু বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দল ও দেশের ক্রান্তিকালে মৃত্যুকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সোনালী রাজনৈতিক অতীত ঈশ্বরদী আটঘরিয়াবাসী তথা পাবনা জেলা ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ খুব ভালো করেই জানেন।আমরা আশা করছি এবার গণতন্ত্রের মানসকন্যা আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় নেতা এডভোকেট রবিউল আলম বুদু সরদার কে দলীয় নমিনেশন দিয়ে ঈশ্বরদী আটঘরিয়ার তৃণমূল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাওয়ার প্রতিফলন ঘটাবেন ইনশাআল্লাহ”
এদিকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী জানিয়ে মনোনয়ন প্রত্যাশী রবিউল আলম বুদু বলেন “আমি দীর্ঘদিন ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের পাশে ছিলাম। দলের দুঃসময়ে ছাত্র রাজনীতি করেছি,যুবলীগের রাজনীতি করেছি।ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে দেশরত্ন শেখ হাসিনাকে পাবনা-৪ আসন উপহার দিতে পারবো।”
প্রসঙ্গত পাবনা-৪ আসন সহ দেশের ৫ টি সংসদীয় আসনে আজ থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে।
সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Leave a Reply