খাগড়াছড়ির পানছড়ি উপজেলা এখন করোনামুক্ত।
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হওয়া সবাই এখন সুস্থ হয়েছেন। ফলে এই উপজেলায় আপাতত কোনো করোনা রোগী নেই। মঙ্গলবার (১৮’ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পানছড়ি উপজেলায় ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়। চিকিৎসা ও দুই দফা পরীক্ষা শেষে আগে ২৬ জনকে আনুষ্ঠানিকভাবে নেগেটিভ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ আজ বাকি একজনকে সুস্থ ঘোষণার মধ্য দিয়ে বর্তমানে পানছড়িতে কোনো করোনা রোগী নেই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বলেন, স্বাস্থ্য বিভাগের পরামর্শে করোনা রোগীরা চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। এ উপজেলাতে মোট ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৭ জনের ফলাফলে পজিটিভ এসেছিল। এখন সবাই সুস্থ আছেন। উপজেলাতে এখন আর কোনো কারোনা রোগী নেই।
Leave a Reply