পাবনা-৪ উপনির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু ।
আজ দুপুর ১২ টায় ধানমন্ডি ৩২ এ অবস্থিত আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয় থেকে ঈশ্বরদী পৌরসভার একাধিকার নির্বাচিত পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু পাবনা-৪ উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এসময় ইদ্রিস মন্ডল,বিদন জামান সহ ঈশ্বরদীর শীর্ষস্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতা উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ মিন্টুর মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যাক্ত করে ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সোহাগ বলেন “আবুল কালাম আজাদ মিন্টু একজন প্রকৃত শেখ হাসিনার ভ্যানগার্ড।তিনি একাধিকবার নির্বাচিত পৌরসভার মেয়র।উনি মনোনয়ন পেলে মাদক ও দলীয় গ্রুপিং এর রাজনীতি থেকে আমরা মুক্ত হতে পারবো।ইনশাআল্লাহ এর আগে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার দেয়া নৌকাকে যেভাবে তিনি বিজয়ী করেছেন, সেভাবেই আবারও জনতার নেতা হিসেবে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন। ”
এ বিষয়ে আরেক সাবেক ছাত্রনেতা, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সনেট বলেন “আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদীতে একটা ব্র্যান্ড।তৃণমূল থেকে উঠে আসা এই নেতার প্রতি বিশ্বাস রেখে এই আসনের আমরা সবাই ঐক্যবদ্ধ। নেত্রী অবশ্যই তার দলের প্রতি অবদান, ত্যাগ এর বিষয়গুলো বিশ্লেষণ করে মনোনয়ন দিয়ে এই আসনের জনপদের সেবা করার সুযোগ দিবেন।”
এদিকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী জানিয়ে মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ মিন্টু বলেন “আমি কয়েকবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে ঈশ্বরদীর মানুষের পাশে ছিলাম।জননেত্রী শেখ হাসিনা আমাকে ঈশ্বরদীর সেবা করতে বলেছেন, আমি তার নির্দেশমতো এই জনপদের সেবা করেছি।তিনি যদি পাবনা-৪ আসনে মনোনয়ন দেন,আমি অবশ্যই দেশরত্ন শেখ হাসিনাকে পাবনা-৪ আসন উপহার দিয়ে ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর মানুষের পাশে দাঁড়াতে চাই।”
প্রসঙ্গত পাবনা-৪ আসন সহ দেশের ৫ টি সংসদীয় আসনে গত সোমবার থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। গতকাল পর্যন্ত এই আসনের মোট ১১ জন আওয়ামীলীগ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Leave a Reply