খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুমানা আক্তার নামের দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯’ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পানছড়ি উপজেলার ৩নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের জিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুমানা আক্তার একই এলাকার রমজান আলী ও জোস্না বেগমের মেয়ে।স্বজনরা জানান, দুপুরে শিশু রুমানা আক্তারের মা জোস্না বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রুমানা খেলতে ঘর থেকে বের হয়ে যায়। পরে বাড়ির পাশের পুকুরে নামলে পানিতে পড়ে ডুবে যায়। সাথে থাকা বান্ধবীরা রুমানাকে পানিতে ডুবতে দেখে চিৎকার করে বাড়িতে এসে খবর দেই। খবর পেয়ে সাথে সাথে বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা মিলে পুকুর পাড়ে গিয়ে শিশু রুমানার ভাসমান মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে পানছড়ি থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, এসআই মহিউদ্দিন পাটোয়ারী ও এসআই অনিক কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পানছড়ি থানার ওসি মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply