বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে দেওয়ান—শাওন ব্যাগ ভর্তি টাকা সহ সুজানগর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আটক কক্সবাজার জেলায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার মহসিন, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী সোলায়মান যবিপ্রবিতে দুই দিনব্যাপী শুরু হতে যাচ্ছে বৈশাখী মেলা ও লোকসংস্কৃতি উৎসব চকরিয়ার হারবাংয়ে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু শহীদ এম মনসুর আলী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আর নেই আটঘরিয়া উপজেলা নির্বাচন ২৯ মে, চেয়ারম্যান পদে লড়বেন ৩ জন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে দৈনিক সমকালে অপপ্রচারের বিরুদ্ধে  শিক্ষক সমিতির প্রতিবাদ বর্ণাঢ্য আয়োজনে হকৃবিতে প্রথম ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৪ উদযাপিত চকরিয়ায় জেলের ছদ্মবেশে অভিযান; ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ আটঘরিয়ায় ৩ কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত বাউরেসের কৃষি সাংবাদিকতা পুরস্কার পেলেন আবুল বাশার মিরাজ গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমন্বয় সভা আটঘরিয়ার একাডেমিক সুপারভাইজারের বিদায় সংবর্ধনা চকরিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গণ-ডাকাতি, গুলি বিনিময়, পুলিশসহ গুলিবিদ্ধ ২ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’র সভাপতি নাজমুল, সম্পাদক জিম পাথেয় এর সভাপতি মামুন, সম্পাদক শারীফুল ইসলাম “পহেলা বৈশাখ ও সাম্প্রদায়িক বিতর্ক “ ঈশ্বরদীর নওদাপাড়ায় ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা জানালো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহস্রাধিক সাইটেশনের মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র উপাচার্য  ইদের পরেই বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হবে: শেখ ইনান প্রথম বর্ষে ভর্তিপরীক্ষা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত মৌলবাদ জঙ্গিবাদ মূলোৎপাটন ও বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন

করোনাকালীন পরিবেশ ও শিশু-কিশোর

মৌ আফরিন মিম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬১৩ ০০০ বার

করোনাকালীন পরিবেশ ও শিশু-কিশোর

এইতো কিছুদিন আগের কথা,
শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে।একজন অন্যজনের সাথে গল্পের সমাহার নিয়ে বিদ্যালয়ে গিয়েই দৌড়াদৌড়ি করা,ফুটবল, ক্রিকেট ছোঁয়াছুঁয়ি, গোল্লাছুট, হাডুডু ইত্যাদি খেলায় মেতে উঠতো।আর সাথে পড়াশোনা।আবার টিফিন টাইমে সেই একই কাজ।ছুটি হবে, রাস্তায় হবে কিছু কমেডি,গল্প হবে বাড়ি পর্যন্ত। তারপর আবার বাড়ির মাঠে নেমে পরা!!কিন্তু সেগুলো কোথায় যেন হুট করে হারিয়ে গেলো।।

হুট করে এক ঝড় এসে সব কিছু সুনসান করে গেলো।।এখন আর শিশুদের ভোরে বিদ্যালয়ে যেতে দেখা যায় না।রাস্তায় তাদের দুষ্টামিরও দেখা মেলে না। বিদ্যালয়ে কোনো হৈহুল্লো নেই,না আছে খেলার মাঠে শিশুদের আগমন।
বিকেলে শিশুদের খেলার মাঠ থাকে স্তব্ধ।
কোনো আওয়াজ নেই।
সবাই যেন অসুখের অসহ্য যন্ত্রণার ভয়ে কাতর।
সব কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছে।
রাস্তায় বেড়োলে শিশুদের দেখা মেলে না।এদিকে ওদিকে তাকালে বাড়ির বেলকুনিতে যতটুকু দেখা মেলে তাও যেন আবছায়ার মত।নেই কোনো হাসি-কান্নার কোলাহল।কেমন যেন মনে হয় গাছে আর ফুল ফুটছে না,বর্ষার শাপলা-পদ্মর দেখা মিলছে না, পাতা গুলো নুয়ে পরছে।

ছোটবেলায় একটা বই পড়েছিলাম, “হেমিলনে বাশিঁওয়ালা”,বাশিঁওয়ালা যখন ইঁদুর তাড়ানোর জন্য তার পাওনা মুদ্রা না পাওয়ায় ৪ বছরের বেশি শিশু গুলোকে নিয়ে গেলো, তখন শিশুদের হাসি কান্না কোলাহল ব্যতীত পাতা গুলো সব নুয়ে পরছিলো,ফুল মরে যাচ্ছিলো,সূর্যের আলোতেও চারিদিক অন্ধকার মনে হচ্ছিলো।

বর্তমানে মহামারী “করোনা”-র কারনে সৃষ্টি হয়েছে সেই একই পরিস্থিতি।চীনে থেকে শুরু হওয়া এই মহামারী এখন সারাবিশ্বের কাল হয়ে ছেড়েছে। এই পর্যন্ত সারাবিশ্বের ৭ লক্ষের বেশী মানুষ মারা গিয়েছে। আক্রেন্তের পরিমাণ অগণিত!!!যার ফলে বাংলাদেশে গত ১৭-মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ,৪ থেকে সকল বয়সের শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। মাঠে ঘাটে রাস্তায় খেলে-বেড়ানো মানুষগুলোকে এখন ঘরকুনো হতে হয়েছে। যার ফলে তাদের মানসিক অবস্থা অনেকটা বিপত্তির পথে।।

পরিবেশ মানুষকে প্রভাবিত করে।একজন মানুষ তার নিত্যদিনের অভ্যাসের সাথে বেড়ে ওঠে। আর এই অভ্যাসের তারতম্য ঘটলে তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে,অস্বস্থি বোধ হয়,মনে হয় সব যেন শেষ হয়ে গেলো।এদিকে শিশুরা বেড়ে ওঠে বিভিন্ন খেলাধুলা করে।খেলাধুলা তাদের জন্য ব্যায়ামের মত কাজ করে।হঠাৎ করে এগুলো থেমে যাওয়ায় ঘরে বসে থাকতে থাকতে অনেক শিশুই মানসিক ভাবে অসুস্থ হয়ে পরছে।।
অন্যদিকে কিশোর-কিশোরী, যুবক-যুবতিরা বিষন্নতায় ভুগছে।স্বপ্ন হচ্ছে চুরমার সাথে, মানসিক যন্ত্রণা।
এছাড়া “অনলাইন ক্লাস” শিক্ষার্থীদের জীবনে হয়ে উঠেছে অনেক বড় দুর্যোগ।করোনার কারনে এখন শিক্ষার্থীরা যার যার বাড়িতে অবস্থান করছেন।অনেকের বাড়ি গ্রামে হওয়ার কারনে তারা নেটওয়ার্ক পাচ্ছে না।অনেকের হয়তো স্মার্ট ফোন নেই।আবার অনেকের ফ্যামিলি আর্থিক সমস্যার কারনে দু’বেলা খেতেই পারছে কিনা সন্দেহ। সেখানে অনলাইন ক্লাস তো ‘সোনার হরিণ’।অনলাইন ক্লাস উপস্থিত হতে না পেরে তারা অনেক কিছু থেকে পিছিয়ে পরছে এবং তা নিয়ে হয়ে উঠছে বিষন্ন!!

‘করোনা’ আবার হয়ে উঠেছে বিবাহ মৌসুম। এতো বড় মহামারীর ভয়ে কিছু মানুষ যখন ঘরে আটকে আছে , তখন অন্যদিকে এই সময়টা হয়ে উঠেছে বিবাহের সময়।। অনেকে পারিবারিক চাপে পরে এই মৌসুমে যোগ দিচ্ছে বিয়েতে। যার ফলে কখনো স্বপ্ন হারানোর ভয় আবার কখনো প্রিয়জন হারানোর ভয়ে মানসিক ভাবে হয়ে উঠেছে অসুস্থ।কেউ কেউ আবার পরিবারের সাথে মানিয়ে উঠতে পারছে না।যার কারনে নিয়ে নিচ্ছে বিভিন্ন ভুল সিদ্ধান্ত, যা খুবই ভয়াবহ।।
এইতো কিছুদিন আগের কথা,”দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক কলহের জেরে মায়ের উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ১৬ বছর বয়সী শিরিন আক্তার নামে এক কিশোরী।”

এসব কিছুর সমাধান হচ্ছে করোনা থেকে মুক্তি।আর এর থেকে মুক্তি পেতে একমাত্র সৃষ্টিকর্তার
উপর ভরসা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।তাই আমাদের উচিৎ তার কাছে প্রার্থনা করা এবং নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে চেষ্টা করা।।

লেখকঃ মৌ আফরিন (মিম),
অনার্স ২য় বর্ষ,
ভূগোল ও পরিবেশ বিভাগ,
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী

নিউজটি শেয়ার করুন..

One response to “করোনাকালীন পরিবেশ ও শিশু-কিশোর”

  1. অমিত ঘোষ says:

    অনেক তথ্যবহুল এবং সময় উপযোগী লিখাটা, ভালো লাগলো অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..