বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া এখন সময়ের দাবি
আমার মনে হয় বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া এখন সময়ের দাবি।দীর্ঘ ৫ মাস আজ বাসায় বসে আছি করোনা দূর্যোগের কারণে।কিন্তু এই ৫ মাসে স্কুল কলেজ এইচএসএসি এসব নিয়ে খবর হলেও আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো বার্তা আসে নি।কিন্তু এ সময় সবচেয়ে বেশি মানসিক ভাবে অসুস্থ হইয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় এর ছেলে মেয়েরা।৫মাস পার হয়ে গেছে, সবাই স্কুল কলেজের কথা শিক্ষাজীবনের শেষ পর্যায়ে দাড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথা কেউ বলছেই না।
শুধু জীবন বাঁচিয়ে বেঁচে থাকা এদেশের প্রেক্ষাপটে যে সম্ভব নয় সেটা প্রমাণিত এবং এই বাস্তব শিক্ষাজীবনের শেষে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর জীবনেও খুব প্রকট। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে পারবে না।
বাড়ছে আত্মহত্যার মিছিল এর নেপথ্যে আছে বেকারত্ব, নিসংগতা।
বিগত পাঁচ মাসে যত আত্মহত্যার খবর এসেছে প্রায় সবই অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের। মাসের পর মাস ঘরে থেকে তারাও বিভিন্ন পারিবারিক বাস্তবতার সম্মুখীন হচ্ছে। ভবিষ্যত নিয়ে হতাশায় কাটাচ্ছে।আজকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয় এর ছেলেমেয়েরা।তাছাড়া রাস্তাঘাট কোথাও স্বাস্থ্যবিধির বালাই মাত্র নেই।এমন পরিস্থিতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত কারণ করোনা পরিস্থিতি আর তো কখনো নির্মূল হবে না এভাবে বসে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না।
তাই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক।
লেখকঃ সিদরাতুল মুনতাহা প্রান্ত,
বাংলা বিভাগ(২০১৭-২০১৮)
বশেমুরবিপ্রবি,গোপালগঞ্জ-৮১০০।
যথাযথ ব্যবস্থা গ্রহণএর মাধ্যমে বিশ্ববিদ্যালয় গুলো খুলে দেওয়া উচিত