দেশের শিক্ষা প্রতিষ্ঠানে করোনার কারনে চলা ছুটি আগামী ০৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিবৃতিতে এই তথ্য জানান। এর আগে আরেক বিজ্ঞপ্তিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বৃদ্ধির কথা জানানো হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।পরবর্তীতে আরেক বিজ্ঞপ্তিতে ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
উল্লেখ্য করোনা পরিস্থিতির কারনে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।এর পর কয়েক দফায় ছুটি বাড়ানোর পর আগস্টের ৩১ তারিখ পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছিলো।
চলতি সপ্তাহে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানানোর বিষয়ে বলা হয়।
Leave a Reply