নাটোরের বাগাতিপাড়ায় বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে শোক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বৃহষ্পতিবার (২৭ আগস্ট) বড় পুকুরিয়া রেলগেটে বিকাল চার ঘটিকায় এই শোক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত শোক আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিহাব মাহমুদ সজলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল গণি, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, বাগাতিপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃরহমত আলী সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলাউদ্দিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষকলীগের সভাপতি মেহেদী হাসান দোলন।
উক্ত আলোচনা সভার আয়োজক উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদ বাংলাদেশ সারাবেলাকে বলেন ” বঙ্গবন্ধুর বাংলায় বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তিরা বিশ্বাস ঘাতকতা করেছিলো।আজও সেই রকম বিশ্বাস ঘাতকেরা বাংলার মাটিতে অবস্থান করছে। তাদের নির্মূল করাই আমাদের সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত।আজকের শোক সভায় এই প্রত্যয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করার এক অদম্য ইচ্ছায় একত্রিত হয়েছি আমরা।”
Leave a Reply