খাগড়াছড়ির পানছড়িতে সন্ধান মিলেছে একটি নতুন ঝর্ণার। আর এরই মধ্যে এই নিয়ে ভ্রমণ পিপাসুদের মধ্যে শুরু হয়েছে কৌতুহল। স্থানীয়রা বলছেন, ঝর্ণাটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুললে এটি হতে পারে পানছড়ির অন্যতম পর্যটন স্পট।
খাগড়াছড়ির পানছড়ির সীমান্তবর্তী দূর্গম পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এই ঝর্ণার সন্ধান পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন কিছু উদ্যমী তরুণ। আর তখন থেকেই ভ্রমণপ্রিয় পর্যটকদের জন্য নতুন খোরাক খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির এই ঝর্ণাটি। শুধু ঝর্ণাই নয়,এখানকার পাহাড়ি ঝর্ণা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ খুব সহজেই কাছে টানছে এখানে আসা আগত অতিথিদের।
পর্যটকরা বলছেন, যাতায়াত ব্যবস্থা উন্নত হলে পর্যটকের সংখ্যা বাড়বে।
ঝর্ণাটি খাগড়াছড়ি পানছড়ির লোগাং ইউনিয়নের মিলধন পাড়ায় (ভগবান টিলা) অবস্থিত। এটি পানছড়ি সদর থেকে দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
Leave a Reply