পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসকে নেতা উল্লেখ করে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।তিনি বলেন “উনি আমার নেতা।আমি কখনো উনার বিপক্ষে কিছু বলবো না।ভালো ও সৎ মানুষ তিনি।আমিও তার সাথে রাজনীতি করেছি।আমার বিশ্বাস উনিও কখনো আমার না আমাকে বাজে কিছু বলবেন না ।”
এসময় তিনি বলেন “দল আমাকে মনোনয়ন দিয়েছে। যেহেতু বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে, তাই বিএনপি যারা করে,তারা অবশ্যই আমার জন্য কাজ করে যাবে।”
ঈশ্বরদীর অনলাইন পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত ‘অনলাইন এডিটরস গিল্ড’ এর সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
ভোট সুষ্ঠু হবে বলে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যাক্ত করেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। সাংবাদিকদের সাথে এই মতবিনিময়ে তিনি বলেন “ছাত্র রাজনীতি করেছি।স্বৈরশাসকের রক্তচক্ষুকে পরোয়া না করে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছি।ঈশ্বরদী-আটঘরিয়ার জনগণ সবাই তা জানে।”
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় হাবিবুর রহমান হাবিব তার সুদীর্ঘ রাজনৈতিক পটভূমির বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করেন।
হাবিবুর রহমান হাবিবের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ঈশ্বরদী অনলাইন এডিটর গিল্ড এর আহ্বায়ক, ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আসাদুজ্জামান আসিফ, সদস্য সচিব ও গ্রীণ নিউজ বিডির সম্পাদক শহীদুল্লাহ খান, বাংলাদেশ সারাবেলা সম্পাদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ, জাগরণ নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক ওহিদুল ইসলাম সোহেল, দৈনিক ঈশ্বরদী নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, আমাদের ঈশ্বরদী সম্পাদক শাহিনুর রহমান বাঁধন, ডেইলি ভোরের সংবাদের সম্পাদক ইয়াসিন শেখ, ডেইলি ঈশ্বরদী নিউজের নির্বাহী সম্পাদক রাকিবুল ইসলাম রকিব প্রমুখ।
উল্লেখ্য ছাত্ররাজনীতিতে ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করলেও হাবিবুর রহমান হাবিব পরবর্তীতে বিএনপিতে যোগদান করেন।সাবেক এই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন কয়েক মেয়াদে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে।এরপর নির্বাচন করতে ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।পরবর্তীতে স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়কও হন হাবিব।তবে ১৯৯৬ এর নির্বাচনে বিএনপিতে যোগদান করেন তিনি।
হাবিবুর রহমান হাবিব বর্তমানে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন। আসন্ন পাবনা-৪ উপনির্বাচনে বিএনপির হয়ে লড়বেন হাবিবুর রহমান হাবিব।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাকে অনেকেই ‘মহানায়ক’ হিসেবেই গণ্য করেন।
Leave a Reply