রাজশাহী নগরীতে একটি পঁচা ডোবায় মৃত লাশ ভেবে জীবিত চোরকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০ টার দিকে নগরীর শালবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পঁচা ডোবায় একজনকে ভাসতে দেখে লোকটিকে মৃত ভেবে পলিশকে খবর দেন তারা। পরে পুলিশ সেখানে লাশ মনে করে লোকটিকে তুলতে যান। তখন ওই ব্যক্তি বলেন, ‘আমি বেঁচে আছি।’ এরপর তিনি জানান, চুরি করতে গিয়ে পা পিছলে ডোবায় পড়ে গিয়েছিলেন তিনি।
পুলিশ জানায়, রবিবার গভীর রাতে চোরটি বিজিবি হেডকোয়ার্টারের পাশে প্রাচীর টপকে প্রবেশ করে একটি গাড়ির ব্যাটারি চুরি করেছিল। সেটি নিয়ে প্রাচীর টপকে নামার সময় অন্ধকারে ডোবাতে পা পিছলে পড়ে যায়। এরপর ডোবার বিষাক্ত পানির গন্ধে সে বেহুশ হয়ে যায়। চুরি করার সময়ই নেশাগ্রস্থ অবস্থায় থাকার কারণেই এ ঘটনা ঘটেছে।
চোরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
Leave a Reply