প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে ঈশ্বরদী আওয়ামীলীগ অফিস।ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নির্দেশে অবিসংবাদিত নেতা ডিলুর আসন ধরে রাখার অঙ্গিকার নেতাকর্মীদের।
সাবেক ভূমিমন্ত্রী,পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পাবনা-৪ আসনের আমৃত সাংসদ, প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুর সাথে সাথে ঝিমিয়ে পরে এই অঞ্চলের আওয়ামীলীগ নেতাকর্মীদের কার্যক্রম। শোকাচ্ছন্ন পরিবেশে হারাতে থাকে আসনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ঈশ্বরদী উপজেলার আওয়ামীলীগ কার্যালয়।
তবে বীর মুক্তিযোদ্ধা ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ মনোনিত এই আসনের সাংসদ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস মনোনয়ন পাওয়ার পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে।
আজ রাত ১০ টার পরেও আওয়ামীলীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীদের দেখা যায়।
সেখানে উপস্থিত ছিলেন সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন সোহাগ,সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন সনেট,যুবলীগ নেতা শফিকুল,আলমগীর,সাবেক পৌর সাত নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকাশ প্রমুখ।
প্রতিবেদককে সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সোহাগ বলেন “বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস মনোনয়ন পাওয়ায় আমরা খুশি হয়েছি।পাবনা তথা উত্তরাঞ্চলের অবসংবাদিত নেতা প্রয়াত ডিলু চাচার এই আসনটি আওয়ামীলীগের জন্যই ধরে রাখতে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”
ঈশ্বরদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সনেট বলেন “আমাদের নেতা আবুল কালাম আজাদ মিন্টুর নির্দেশে ঈশ্বরদীর তৃণমূল আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি।
যুবলীগ নেতা শফিকুল বলেন “রাজপথে থেকে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। ”
আরেক যুবলীগ নেতা আলমগীর বলেন ” এ আসন অবিসংবাদিত নেতা ডিলু ভাইয়ের। এই আসন নুরুজ্জামান বিশ্বাস ভাইয়ের। এই আসন আওয়ামীলীগের আসন।এই আসনে নৌকার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। “
Leave a Reply