চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হলে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সম্ভাবনা নেই। পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন।
চলমান অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
এই কর্মকর্তা আরও বলেন “কোভিড-১৯ এর প্রাদুর্ভাব না কমলে প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে উন্নীতের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনদ দেবেন।” পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যালয় খোলার কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন সমাপনী পরীক্ষা না হলে গ্রেডিং কোনো বিষয় না। তাকে পরবর্তী ক্লাসে অর্থাৎ ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করার জন্য তার স্কুল প্রধান তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে।
অটো পাস দেয়া প্রসঙ্গে তিনি নিজের কথা তুলে ধরে বলেন বলেন, আমরা যদি বিদ্যালয় না খুলি তাহলেও তো আমাদের বাচ্চাদের পরবর্তী ধাপে দিতে হবে। আমি সবসময় বলি, এক ক্লাস না পড়ে আরেক ক্লাসে উঠেছি। ১৯৭১ সালে আমি ক্লাস সিক্সে পড়ি, ৭ মার্চের পর যখন স্কুল বন্ধ হয়ে গেল তারপরে ১৯৭২ সালে জানুয়ারিতে সিক্স থেকে সেভেনে তুলে দেওয়া হলো। আমার তো কম্পিটেন্সিতে কোনো সমস্যা হয়নি।”
উল্লেখ্য গত ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ৩ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
Leave a Reply