ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এর সাবেক সহ-সভাপতি ও কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূর (ভিপি নূর) এর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেন।
মোট ছয়জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। ৬ জনের মকধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ধর্ষণের ঘটনায় পরম্পরায় ভিপি নূরের নাম উঠে আসায় তাকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
Leave a Reply