আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এবং মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দ্রনাথ মজুমদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা সভা ও প্রসাদ বিতরণীর আয়োজন করা হয়। প্রায় এক ঘন্টা ব্যাপী চলা এ প্রার্থনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ কামনা করা হয়। প্রার্থনা শেষে ছাত্রলীগ নেতা চন্দ্রনাথ মজুমদার বলেন, ‘জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত স্বপ্নগুলো আজ আলোর মুখ দেখছে। তাই এই মহীয়সী নেত্রীর আগামীর পথচলা যেন আরো সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়, তাই এই প্রার্থনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ হতে সৃষ্টিকর্তার নিকট আমাদের এই বিশেষ প্রার্থনা সভা।’
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রিতীশ বিশ্বাস, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেখর সরকার, লোকপ্রশাসন বিভাগের অনন্যা ভক্ত, বাংলা বিভাগের রিপন, সমাজবিজ্ঞান বিভাগের গোপাল বিশ্বাস বিশ্বাস সহ আরো অনেক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী।
Leave a Reply