আজ ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সালাম খান ও বেড়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইঞ্জিঃ মেজবাহ মোল্লাকে শুভেচ্ছা জানান পাবনা জেলার অন্তর্গত ৯ টি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ।
আজ ঈশ্বরদী উপজেলার পাকশীতে অবস্থিত পাকশী রিসোর্টে পাবনা জেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর মিটিং পরবর্তীতে এই দুই উপজেলার ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা জানান তারা।
পরবর্তীতে তারা পাবনা-৪ আসনে সদ্য সমাপ্ত উপনির্বাচনে জয়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে শুভেচ্ছা জানাতে তার বাস ভবনে যান।
প্রসঙ্গতঃ পাবনা-৪ উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। ফলে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।ফলে ঈশ্বরদী উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানকে ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।
অন্যদিকে গত ১০ সেপ্টেম্বর বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মৃত্যুবরণ করেন।ফলে বেড়া উপজেলার ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ মেজবাহ মোল্লাকে বেড়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।
Leave a Reply