পটুয়াখালীতে ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণ বিরোধী সভা ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও নির্যাতন, লক্ষীপুরের রামগতিতে বিধবা নারীকে গণধর্ষণ, ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, কুষ্টিয়ার মিরপুরের মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ, সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারের ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে,নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং এসকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ (০৭ই অক্টোবর ২০২০) বুধবার বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার ও সাধারন সম্পাদক ওমর ফারুক ইকবাল হোসেন ভূইয়া।এসময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply