পটুয়াখালী জেলার দুমকীতে ছাত্রলীগের উদ্যোগে দফায় দফায় ধর্ষণ বিরোধী মানববন্ধন, আলোক প্রজ্জলন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারাদেশের ন্যায় ধর্ষণ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে দুমকী উপজেলা ও উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ।
দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের চলমান ঘটনার প্রতিবাদ জানিয়ে,নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এসকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গত ০৭ই অক্টোবর (বুধবার) দুমকী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জীবন ও সাধারন সম্পাদক মোঃ সবুজ সিকদার সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর গত ০৯ই অক্টোবর (শুক্রবার) একই দাবিতে দুমকী উপজেলাধীন মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।সন্ধ্যা ৭ টার সময় বোর্ড অফিস বাজার ব্রীজে ছাত্রলীগের নেতাকর্মীরা হাতে মোববাতি জ্বালিয়ে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এসময় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এস এম হাসান মাহমুদ,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ মিলন চাকলাদার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ হাসান সিকদার সহ মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
Leave a Reply