ডাকসুর সাবেক ভিপি নূর, রাশেদ ও ফারুককে অবাঞ্চিত ঘোষণা করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি ঘোষণা করেন কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা মূল সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ।
আংশিক কমিটি হিসেবে ২২ সদস্যের কমিটি দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই আংশিক কমিটির ঘোষণা দেয়া হয়। নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে এ পি এম সোহেলকে। তিনি আগে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।ডাকসু ভবনে হামলাই এই শিক্ষার্থী ছাদ থেকে পরে যান ও মেরুদন্ডে আঘাত পেয়ে ব্যাপক আলোচিত হন।
সংবাদ সম্মেলনে নূর-রাশেদ-ফারুকের স্বেচ্ছাচারিতা,একক সিদ্ধান্ত গ্রহণ,বিভিন্ন রাজনৈতিক লবিং চালানো, শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলার অভিযোগ তোলেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রসঙ্গত কোটা আন্দোলনের সময় গড়ে ওঠা সাধারণ ছাত্র অধিকার পরিষদের মূল সংগঠনের নেতৃবৃন্দই নূর-রাশেদ ও ফারুককে অবাঞ্চিত করে নতুন কমিটি ঘোষণা করেন।
Leave a Reply